সমবায় সমিতি বিধিমালা 2004
সংক্ষিপ্ত শিরোনাম
এই বিধিমালা সমবায় সমিতি বিধিমালা, 2004 নামে অভিহিত হইবে।
সমবায় সমিতির প্রকারভেদ
এই বিধিমালার আওতায় 29 ক্যটাগরির সমবায় সমিতি গঠন করা হয়।
সমবায় সমিতি নিবন্ধন:-
20জন ব্যাক্তিসদস্য নিয়ে প্রাথমিক সমিতি নিবন্ধন করা হয়, 10টি প্রাথমিক সমিতির সমন্বয়ে কেন্দ্রীয় সমিতি নিবন্ধন করা হয় এবং 10টি কেন্দ্রীয় সমিতির সমন্বয়ে জাতীয় সমবায় সমিতি নিবন্ধন করা হয়।
সমবায় সমিতি সমূহের ব্যবস্থাপনা:-
বার্ষিক সাধারণ সভা, ব্যবস্থপনা কমিটির সভা এবং ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিরীক্ষা পরিদর্শন ও তদন্ত:-
এই বিধিমালার আওতায় সমবায় সমিতির বার্ষিক বিধিবদ্ধ অডিট, সমিতি পরিদর্শন, তদন্ত কাজ সম্পাদন করা হয় এবং সরকারি কোষাগারে নিরীক্ষা ফি জমাপ্রদান করা হয়।
বিরোধ নিষ্পত্তি:-
এই বিধির আওতায় সমবায় সমিতির যাবতীয় বিরোধ নিষ্পত্তি হয়ে থাকে।
সমবায় সমিতি সমূহের অবসায়ন ও বিলুপ্তি:-
এই বিধিমালার আওতায় সমবায় সমিতির অবসায়ন সম্পাদন করা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS