একটি সফল সমবায় সমিতি
আল হেরা মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ
কশিোরগঞ্জ সদর।
রেজি নং ও তারিখ ঃ রেজি নং-মূল-২৭,তারিখ-৩০/০৯/২০০৮ খ্রিঃ
সংশোধিত নিবন্ধন নং-১২,তারিখ-১০/০৩/২০১০ খ্রিঃ
ঠিকানা ঃ ছায়া নীড়(২য় তলা),১৩৫৮/১ ষ্টেশন রোড,ডাকঘর-কিশোরগঞ্জ,উপজেলা-কিশোরগঞ্জ সদর,জেলা-কিশোরগঞ্জ।
কার্যকরী এলাকা ঃ সমগ্র কিশোরগঞ্জ জেলা ব্যাপী।
ব্যবস্থাপনা কমিটি ঃ ৬(ছয়) সদস্য বিশিষ্ট নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত।
সর্বশেষ নির্বাচন ও সাধারণ সভা ঃ ০৬/১০/২০১৮ ইং তারিখে নির্বাচন এবং ২০/১১/২০২০ ইং তারিখে সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সদস্য সংখ্যা ঃ পুরুষ- ৫৪৪০ জন,মহিলা-৩০০০ জন।
সমিতির কার্যক্রম ঃ ক)সমিতির সদস্যদের মধ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা।
খ)সমিতির সদস্যদের মধ্যে বিনিয়োগকৃত অর্থ দ্বারা উৎপাদিত পণ্য মৃৎশিল্প সামগ্রী,বিভিন্ন জাতের গাছের চারা,সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তৈরী পোষাক বিপনন ও বিক্রয় করা ।
গ)সমিতির সদস্যদেরকে নিরক্ষরমুক্ত করতে বয়স্ক শিক্ষা চালু ও স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ যেমন,পরিবার পরিকল্পনা গ্রহণ,বাল্য বিবাহ রোধ,স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ইত্যাদি কার্যক্রম পরিচালনা।
ঘ) কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে আর্থসামাজিক উন্নয়ন মুলক কার্যক্রম পরিচালনা ও কর্মসংস্থান সৃষ্টি।
ঙ)সদস্যদের মাঝে সহজ শর্তে ভোগ্যপণ্য সরবরাহ/বিক্রয় করার লক্ষে ঋণ বিতরণ কার্যক্রম।
সুবিধা প্রাপ্তির প্রতিফলন ঃ ক) সমবায় সমিতির সদস্যদের ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য সরবরাহ করে আসছে।
খ)সমিতির সদস্যদেরকে সহজ শর্তে ঋণপ্রদান পূর্বক স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে সেলাই প্রশিক্ষণ,ব্লকবুটিক,এমব্রয়ডারী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আতœ-কর্মসংস্থান সূষ্টি।
গ) সমিতির সদস্যদের গরীব ও মেধাবী ছেলেমেয়েদেরকে লেখাপড়ার সুবিধা,চিকিৎসা সুবিধার লক্ষে সহযোগিতা প্রদান করে আসছে। সমিতির উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা প্রদানের সুব্যবস্থা করার কার্যক্রম অব্যাহত আছে।
কর্মসংস্থান ঃ প্রত্যক্ষভাবে ১১ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে,তাছাড়া সমিতির বিভিন্ন কর্মসূচীর আওতায় প্রায় ৪০০ জনের স্বকর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
সমিতির কার্যকরী মূলধন ঃ ৪৩৩৮০০২০/-
লভ্যাংশ বন্টন ঃ ১০৮৭৬২/-
অডিট ফি ঃ ১০০০০/-টাকা।
সমিতি কর্তৃক সামাজিক উন্নয়ন কার্যক্রমঃ ক) সমিতির উদ্যোগে নিরক্ষরতা দূরীকরণের লক্ষে বয়স্ক শিক্ষা চালু।
খ) সমিতির কর্ম এলাকায় গণসচেতনতার লক্ষে বিশ্ব পরিবেশ দিবস,বিশ্বস্বাস্থ্য দিবস সমুহ পালন করার পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসে অংশ গ্রহণ।
গ) সমিতির সদস্যদের বয়স্ক শিক্ষার চালুর ফলে বিভিন্ন পেশায় নিয়োজিত নিরক্ষর ব্যাক্তিগণকে নিরক্ষরতার অভিশাপ হতে মুক্ত করা।
ঘ)সমিতির নিজস্ব উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বাজারজাত করতঃ সুবিধা ভোগ অব্যাহত।
অন্যান্য ঃ ক) সমিতির কর্ম এলাকায় বাল্য বিবাহ রোধ,ইভটিজিং ইত্যাদি কর্মকান্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত।
খ) স্বাস্থ্য শিক্ষা বিষয়ে বিনামুল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা।
গ) স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার,পরিবার পরিকল্পনা গ্রহণ,বৃক্ষরোপ কর্মসূচী অব্যাহত আছে।
সম্পত্তি(বাজার মূল্য) ঃ ৬৩০৯৪০০/-
০৬(ছয়)টি মৌলিক রেজিষ্টার সংরক্ষিত হয় কিনা হয় ।
প্রয়োজনে ঃ ০১৭১৬-২২৯২৮৬(রনি)