‘‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 ” উপজেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ” 


সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড

উপজেলা সমবায় কার্যালয়,কিশোরগঞ্জ সদর।

১।নিবন্ধক মহোদয়ের সর্বশেষ সার্কুলার মোতাবেক উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের লক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে মোট ৮টি অবহিতকরণ সভা,প্রাক নিবন্ধন সভা করা হয়েছে।

২। কার্যকর সমিতিগুলিকে আরো গতিশীল করার লক্ষে ইতোমধ্যে তদারকী,নার্সিং করতঃ আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রেখেছে ।

৩। অকার্যকর সমিতিগুলোকে কার্যকর করার লক্ষে সমিতিগুলোকে নিয়মিত তদারকী,পরিদর্শন, করার কার্যকর উদ্যোগ অব্যাহত আছে।

৪।অত্র উপজেলাধীন কার্যকর সমিতিগুলোর মধ্যে বিশেষ করে আল হেরা এমসিএস লিঃ একটি সফল সমবায় সমিতি হিসেবে চিহ্নিত। উক্ত সমিতি নিজস্ব উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবার কার্যক্রম অব্যাহত আছে।নিজস্ব অর্থায়নে আবাসন কার্যক্রম অব্যাহত আছে। বিশেষ করে নার্সারী কার্যক্রমে সমিতিটি বেশ সুনাম অর্জন করেছে বলে র্দশ্যমান। এ ছাড়াও সমিতিটি জাতীয় অনুষ্টান সহ জাতীয় সমবায় দিবস,আন্তর্জাতিক সমবায় দিবস সহ নানা অনুষ্ঠানে সমিতির অংশগ্রহণ ভুয়শী প্রশংসার দাবী রাখে।